Tuesday, April 5, 2016

ঢাকাসহ বাংলাদেশের উত্তর অংশের বিভিন্ন জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বাংলাদেশ সময় বেলা ১টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১২ কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের লাখিপুরে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এ ভূমিম্পের মাত্রা ৫ ছিল বলে জানিয়েছে। 
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।